চোখের গ্লুকোমা সনাক্তকরন ও চিকিৎসা

ডাঃ মোঃ আব্দুল্লাহ আল কাফি রিফ্রেকশন (চোখের পাওয়ার পরীক্ষা) ও চিকিৎসা সংক্রান্ত অত্যাধুনিক সেবা প্রদান করেন।

রিফ্রেকশন পরীক্ষা ও চিকিৎসা:

কম্পিউটারাইজড রিফ্রেকশন: আধুনিক অটোরিফ্র্যাক্টোমিটার মেশিনের মাধ্যমে নির্ভুল পাওয়ার নির্ণয়।
ম্যানুয়াল রিফ্রেকশন: ফরোপ্টার ও ট্রায়াল লেন্স সেট দিয়ে চোখের সঠিক পাওয়ার নির্ধারণ।
কন্টাক্ট লেন্স ফিটিং: চশমার বিকল্প হিসেবে চিকিৎসার উপযোগী কন্টাক্ট লেন্স পরামর্শ ও প্রদান।
প্রেসবায়োপিয়া ও অ্যাস্টিগমাটিজম চিকিৎসা: বয়সজনিত চশমা পরিবর্তন ও চোখের অবান্তর পাওয়ার ঠিক করা।
মায়োপিয়া (দূরদৃষ্টি সমস্যা) ও হাইপারোপিয়া (নিকটদৃষ্টি সমস্যা) নির্ণয় ও চিকিৎসা।
ল্যাসিক ও পিআরকে সার্জারি পরামর্শ: চশমা ছাড়া দেখতে লেজার চিকিৎসার পরামর্শ ও পূর্ব প্রস্তুতি।
ডিজিটাল আই স্ট্রেন ও ব্লু-লাইট ফিল্টার চশমার পরামর্শ।

চোখের পাওয়ার পরীক্ষা ও চিকিৎসার জন্য ডাঃ মোঃ আব্দুল্লাহ আল কাফির বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন। 👁️👓

হাসপাতালঃ কাফি আই কেয়ার সেন্টার
এড্রেসঃ ৩/ক, পি. সি. কালচার হাউজিং সোসাইটি (প্রিন্স বাজারের বিপরীত পার্শ্বে), রিং রোড, শ্যামলী ঢাকা – ১২০৭ । বাজারের বিপরীত পার্শ্বে), রিং রোড, শ্যামলী ঢাকা – ১২০৭ ।
চেম্বারের সময়ঃ সকাল ১০.০০ টা থেকে দুপুর ০২.০০ টা সন্ধ্যা ০৬.০০ টা থেকে রাত ০৯.০০ টা পর্যন্ত সিরিয়ালের জন্যঃ ০১৭০১-৪৬৩১১৪ ।

ডাঃ মোঃ আব্দুল্লাহ আল কাফি

সেবাসমূহ

Click to Chat
Scroll to Top